1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 7:47 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

অতিরিক্ত ব্যালট পেপার নিয়ে প্রশ্ন শিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
  • 27 বার সংবাদটি পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মো. আরিফ উল্লাহ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ভোটকেন্দ্র সকাল সাড়ে ১০টার দিকে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের এ ভিপি প্রার্থী। এ হলে প্রথম এক ঘণ্টায় ৩৫টি ভোট পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার।

ভোটপ্রদান শেষে অতিরিক্ত ব্যালট পেপার নিয়ে অভিযোগ তুলে আরিফ উল্লাহ বলেন, ‘শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন। কিন্তু ওই ভোটকেন্দ্রে মোট ব্যালট পেপার গিয়েছে ৪০০টা। এই যে ১০১টা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে? সে বিষয়ে ওই হল ভোটকেন্দ্রে যিনি দায়িত্বে আছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ১০১টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে? তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি, বলেছেন কেন এসেছে তা তিনি জানেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেদিন ব্যালট পেপার ছাপিয়েছে, ওইদিন আমরা খবর পেয়েছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০% অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়েছে। আমরা ওইদিন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে, ওনাদের জানিয়েছিলাম যে, ১০% ব্যালট পেপার অতিরিক্ত কেন? ওনারা জবাব দিয়েছিলেন যে, আসলে কিছু ব্যালট পেপার হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তাই ছাপিয়েছেন।’

তিনি এ ভিপি প্রার্থী আরও বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই ইতিহাসের একটা সাক্ষী হতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে, বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে লাইন ধরে আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা ভোট দিচ্ছেন। কিন্তু তারপরেও আমরা বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। আমরা সে অসঙ্গতিগুলোর কথা যদি বলি, প্রথমেই আসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন বলেছিলেন, আজকে সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে, ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোটকেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এ বিষয়টি আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews