1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 9:03 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

অধিনায়কের বিশ্বাস রেখেছেন অভিষিক্ত নওয়াজ

  • প্রকাশিতঃ শনিবার, আগস্ট ৯, ২০২৫
  • 44 বার সংবাদটি পড়া হয়েছে

আস্থার প্রতিদান দিয়েছেন হাসান নওয়াজ। অভিষেক ওয়ানডেতেই পাকিস্তানকে দুর্দান্ত এক জয় এনে দিয়ে। ২২ বছর বয়সী ব্যাটার যে ম্যাচ শেষ করতে পারবেন এমন বিশ্বাস ছিল মোহাম্মদ রিজওয়ানের।

তাই নওয়াজকে নাকি রিজওয়ান জানান, তোমার অভিষেক ম্যাচ, তুমি শেষ করে আসবে।
দলকে ৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় এনে দেওয়া নওয়াজ ম্যাচ শেষ নিজেই জানিয়েছেন, রিজওয়ানের বিশ্বাসের কথা।

নওয়াজকে ম্যাচ শেষ করার কথা দুইবার বলেন রিজওয়ান। ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা নওয়াজ বলেছেন, ‘এটা আমার অভিষেক ম্যাচ ছিল। তাই আমিও স্মরণীয় করে রাখতে চাইছিলাম।
যখন রিজওয়ান এবং আমি ব্যাটিং করছিলাম তখন সে আমাকে বলে এটি তোমার অভিষেক ম্যাচ, তাই তোমাকে ম্যাচ শেষ করতে হবে।’

দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করে রিজওয়ান যখন ড্রেসিংরুমে ফেরেন তার আগেও নওয়াজকে একই কথা বলেন। উদীয়মান ব্যাটার বলেছেন, ‘আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময়ও সে আমাকে ম্যাচ শেষ করে আসতে বলে। এটাই ছিল পরিকল্পনা।
আমার আত্মবিশ্বাসও ছিল। কেননা পিএসএলে অনেক ম্যাচ ফিনিশিং করেছি। তাই এ বিষয়টিও মাথায় ছিল যে, শেষের দিকে বড় শট খেলতে পারব।’

শেষ দিকে চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচও শেষ করেছেন নওয়াজ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৮১ রানের লক্ষ্য পেরিয়ে যাওয়া জয়টাও বাউন্ডারি হাঁকিয়েই এনে দিয়েছেন তিনি।
তার আগে অবশ্য দুই অভিজ্ঞ বাবর আজম (৪৭) ও রিজওয়ান জয়ের ভিত গড়ে দেন। ম্যাচ শেষে তাদের কথা স্মরণ করতে তাই ভুলেননি তরুণ ব্যাটার।

দুই অভিজ্ঞর কাছে অনেক কিছু শিখার আছে জানিয়ে নওয়াজ বলেছেন, ‘বাবর-রিজওয়ান ভাই যেভাবে খেলে, তাদের কাছে অনেক শেখার আছে। তারা ম্যাচ জেতানো খেলোয়াড়। তাদের কাছে আমরা অনেক কিছু শিখি। ম্যাচ জেতানোয় তারা বড় ভূমিকা রেখেছে। শুরুতে যখন এক-দুই উইকেট হারাই তখন তারা দারুণভাবে খেলাটা সামলে নেয়। যার লাভ আমরা পরে পেয়েছি।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews