আগামী আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব অস্কারের ৯৮তম আসর। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম) বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে চলচ্চিত্র পাঠাতে আহ্বান জানিয়েছিল বাংলাদেশ অস্কার কমিটি। এ বছরের ১৬ সেপ্টেম্বর ছিল চলচ্চিত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়ে পাঁচটি সিনেমা— সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী ও ময়না।
এর মধ্যে আজ (শুক্রবার) মুক্তি পাচ্ছে বাড়ির নাম শাহানা। আর সাবা মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি তিনটি ছবি এরই মধ্যে মুক্তি পেয়েছে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি এবং অস্কার কমিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, জমা পড়া ছবিগুলো যাচাই–বাছাইয়ের জন্য একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘যেসব নির্মাতা ও প্রযোজকের কাজ আন্তর্জাতিক মানদণ্ডে যোগ্যতা অর্জন করবে, সেই ছবিই বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হবে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে জমা পড়া সিনেমাগুলো কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অস্কার কর্তৃপক্ষের কাছে ছবি পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর। জহিরুল ইসলাম জানান, অনেক সময় প্রযুক্তিগত জটিলতা তৈরি হয়। তাই হাতে কিছুটা সময় রেখে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অস্কারের শর্টলিস্ট প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। এরপর জানানো হবে মনোনীত পাঁচ ছবির নাম। এর মধ্য থেকে একটি সিনেমা পাবে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের অস্কার। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম অস্কারের মূল আসর।