উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন তারকারা। ফেসবুক পোস্টে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা।
আজ বিকেলে এক ফেসবুক পোস্টে অভিনেতা শাকিব খান লিখেছেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেড় শতাধিক আহত হয়েছেন। অনেকের জরুরি ভিত্তিতে রক্ত দরকার। আজ বিকেল চারটায় রক্তদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এই সন্তানেরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে, আপনার রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।’
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রার্থনা করি।’ আরেক পোস্টে অপূর্ব লিখেছেন, ‘দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না।’
একাধিক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। আজ সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে তিনি লিখেছেন, ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহা রে, এই বাচ্চাদের মা-বাবারা তাঁদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাঁদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ–স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।’
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ির এলাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনায় মর্মাহত হয়েছি। সবার জন্য দোয়া চাই। সবার জন্য দোয়া রইল।’
সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হানিফ সংকেত লিখেছেন, ‘আমি স্তব্ধ, বাক্রুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন।’ হানিফ সংকেত আরও লিখেছেন, ‘কোমলমতি শিশুশিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক, এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।’
হাসপাতালে অযথা ভিড় করবেন না, চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে: হানিফ সংকেত
তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’
সহায়তা করতে পাশে রয়েছেন আর্টসেল ব্যান্ডের ভোকালিস্ট লিংকন। নিখোঁজ একজনের তথ্য প্রকাশ করে লিখেছেন, ‘মাইলস্টোনের স্কুলের কারও খোঁজ বা ব্লাডের জন্য যেকোনো পোস্টের মাধ্যমে যদি সাহায্য করতে পারি, অবশ্যই আমাকে জানাবেন, আমি পোস্ট করব।’
সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান। লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোনের ট্র্যাজেডিতে শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।’
পরিচালক মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটা খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক। আল্লাহ তুমি রহম করো, সবাইকে নিরাপদে রাখো। যাঁরা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাঁদের জন্য সহায় হোন।’
অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘আল্লাহ দয়া করে সাহায্য করুন এবং নিষ্পাপ শিশুদের রক্ষা করুন। শিশু, শিক্ষক এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’
বিমান বিধ্বস্ত হওয়ার এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ। কেউ কেউ প্রিয়জনের খোঁজে হাসপাতালে হাসপাতালে ছুটছেন। এ নিয়ে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘কী বলব? বুকের ভেতরে তোলপাড় করছে। কতগুলো বাচ্চা! মা–বাবার অন্তর উপলব্ধি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি।’
সংগীত পরিচালক ইমন চৌধুরী লিখেছেন, ‘এখন পর্যন্ত ১৯টি তাজা প্রাণ ঝরে গেল। সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা ছাড়া আমাদের আর কিছুই করার উপায় নেই। শোক জানানোর ভাষা নেই।’
নাট্যকার জিনাত হাকিম শিশুদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিয়তির খেলায় আমরা এভাবেই অসহায় হয়ে পড়ি। আহা রে, এই শিশুরা কীভাবে যন্ত্রণা সহ্য করছে! আমার দেখেই তো ঝলসে যাচ্ছে সব। আল্লাহ রহমত দান করুন, আমিন।’
সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘আহা, কী অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’
অভিনেত্রী পূজা চেরী লিখেছেন, ‘এখন স্কুল, কলেজেও মৃত্যুর ভয় নিয়ে যেতে হবে।’
ভয়াবহ এ ঘটনায় শোক প্রকাশ করে আরেক অভিনেতা ও পরিচালক কচি খন্দকার লিখেছেন, ‘এই রকম ভয়াবহ ঘটনা অনাকাঙ্ক্ষিত। শোক নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’
গতকাল বিকেলে অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘যাঁরা উত্তরার আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তাঁরা আশপাশের হাসপাতালে চলে যান।’
বেলা সোয়া তিনটায় অভিনেত্রী সাদিয়া আয়মানও একই কথা লিখেছেন, ‘উত্তরা আধুনিক, মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্তদাতা লাগবে। প্লিজ, এগিয়ে আসেন।’ সন্ধ্যা পৌনে সাতটায় তিনি আবার লিখেছেন, ‘স্ক্রল করতে গিয়ে হৃদয়টা ভারী হয়ে আসছে।’