ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটার কার্যক্রমে প্রায় ১৬ হাজার নাগরিকের এনআইডি অনুমোদন হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৪ হাজারের বেশি প্রবাসী এনআইডি হাতে পেয়েছেন।
রোববার (৫ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১০টি দেশে প্রবাসী ভোটার কার্যক্রম চলমান। এ পর্যন্ত ভোটার হয়েছেন ১৫ হাজার ৮৭৭ জন, এর মধ্যে এনআইডি হাতে পেয়েছেন ১৩ হাজার ৯৯০ জন।
এনআইডি পেয়েছেন- সংযুক্ত আরব আমিরাতে ৯,৩৪০ জন, সৌদি আরবে ৬৮৯ জন, ইতালিতে ১,০৫৭ জন, যুক্তরাজ্যে (লন্ডন ও ম্যানচেস্টার): ৩,৭৯০ জন. কুয়েতে ২২১ জন, কাতারে ৪৪৪ জন, মালয়েশিয়ায় ৩১৯ জন, অস্ট্রেলিয়ায় ১২ জন এবং জাপানে ৫ জন।
এছাড়া যুক্তরাজ্যের বার্মিংহাম ও কানাডায় কার্যক্রম চলমান থাকলেও এখন পর্যন্ত কেউ ভোটার হওয়ার অনুমোদন পাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।