1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 2:05 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

এবার আইনি পদক্ষেপ নেবেন শাবনূর

  • প্রকাশিতঃ শনিবার, জুলাই ২৬, ২০২৫
  • 23 বার সংবাদটি পড়া হয়েছে

সামাজিক মাধ্যমে ভুয়া পেজ আইডি নিয়ে অনেক সময় বড় বিরম্বনা ও হেনস্তার মাঝে পড়ে যান তারকারা।

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও এমন বিরম্বনার মুখে পড়েছেন। কিন্তু, বিষয়টি আরও গুরুতর পর্যায়ে গেছে, যখন সেই ফেইক আইডি বা পেজটি ভেরিফায়েড করে নেওয়া হয়েছে।

বিষয়টি জানার সঙ্গেই উদ্বেগে পড়ে যান চিত্রনায়িকা। শুক্রবার সকালে পরিচিতজন ও ভক্তদের কাছ থেকে লিংক ও স্ক্রিনশট পেয়ে বিষয়টি জানতে পারেন শাবনূর।

পেজটিতে তার আসল তথ্য, ছবি ও পরিচয় ব্যবহার করা হলেও সেটি পরিচালনা করছে একটি প্রতারক চক্র। শাবনূর নিশ্চিত করেছেন, সেই ভেরিফায়েড পেজটি তার নয়।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে শাবনূর জানান, যখন তিনি ফেসবুক ব্যবহার করতেন না, তখন অনেকে তার নামে ভুয়া আইডি বানিয়েছিল।

সে সময় কিছু বলেননি এই নায়িকা। পরে শাবনূর যখন নিজে ফেসবুক ব্যবহার করা শুরু করেন, তখন সকলে বুঝতে পারেন কে আসল আর কে নকল।

শাবনূর জানান, ফেসবুকে তার নামে অসংখ্য ভুয়া পেজ। অনেকে তাকে পরামর্শ দেন আইডি ভেরিফাইড করে নেওয়ার। কিন্তু গুরুত্ব দেননি। কিন্তু এ ঘটনার পর শাবনূর বুঝতে পারলেন, ভেরিফায়েড করে নিলেই ভালো হতো।

এই নায়িকা বিষয়টি চিন্তিতও বেশ। তার ভাষ্যমতে, যারা এই কাজটি করেছে, তাদের কাছে শাবনূরের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র রয়েছে। কারণ আইডি ভেরিফায়েড করতে এসবের প্রয়োজন হয়।

এ নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান শাবনূর; সাধারণ ডায়েরি করে পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।

তার কথায়, ‘আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকেই কেউ এটি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, এসব প্রতারকদের পরিচয় যেন তারা সামনে আনেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews