1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 2:05 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

এবার গ্লোবাল তালিকায় দীপিকা পাডুকোন

  • প্রকাশিতঃ সোমবার, জুলাই ২৮, ২০২৫
  • 65 বার সংবাদটি পড়া হয়েছে

গ্লোবাল সাংস্কৃতিক প্রকাশনা ‘দ্য শিফট’ বিশ্বের ৯০ জনেরও বেশি অনন্য নারীর তালিকা প্রকাশ করেছে।

অ্যাক্টিভিজম, সৃজনশীলতা, নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে অবদান রাখা নারীদের এই তালিকায় রয়েছেন আমাল ক্লুনি, মারিস্কা হারগিতে, সেলেনা গোমেজ, বিলি আইলিশ, অ্যাঞ্জেলিনা জোলি, আমান্ডা গোরম্যান, জেসিকা চ্যাস্টেইন, অলিভিয়া রদ্রিগো, লুসি লিউ, মিস্টি কপল্যান্ড, বিলি জিন কিং-এর মতো তারকারা।

তাদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।

দীপিকার এই স্বীকৃতি শুধু তার চলচ্চিত্রজগতের প্রভাবকেই তুলে ধরেনি, বরং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারীর ক্ষমতায়নে তার কাজের জন্যও সম্মান জানিয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি তার ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।

এ গর্বের মুহূর্তটি সামাজিকমাধ্যমে শেয়ার করে দীপিকা লিখেছেন

‘এক এবং অদ্বিতীয়া গ্লোরিয়া স্টেইনেমের ৯১ বছরের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘দ্য শিফট’ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা ৯০টি কণ্ঠকে সম্মান জানিয়েছেন। এই সম্মানের জন্য ধন্যবাদ তাদের।’

এদিকে গ্লোরিয়া স্টেইনেমের ৯১ বছরের অবদানকে স্মরণ করে প্রকাশিত দ্য শিফট ৯০ প্লাস অন সংখ্যায় দীপিকার একটি উক্তি প্রকাশ করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews