1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 7:01 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

এবার জয়া আহসানকে কটাক্ষ করলেন বিজেপি নেতা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
  • 23 বার সংবাদটি পড়া হয়েছে

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু বাংলাদেশই নয়, ভারতেও সমানভাবে জনপ্রিয় তিনি। কাজ করছেন দুই দেশেই। বর্তমানে ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়ার ‘ডিয়ার মা’।
যার ফলে কলকাতায় সিনেমাটির প্রচারণার কাজে অবস্থান করছেন জয়া। তবে জয়াকে কলকাতায় দেখেই ক্ষেপলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। রীতিমতো বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেছেন তিনি। যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে কলকাতায়। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। এমনকি বিজেপি নেতা নিজেই তাকে দেখেছেন দু’টি অনুষ্ঠানে। যা ভালোভাবে নেননি তিনি।

জয়াকে উদ্দেশ্য করে শমীকের বক্তব্য, ‘বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরেই কলকাতায় আছেন। তবে তিনি কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়!’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে বলেই দাবি করেছেন এই নেতা। তার মতে, সে বিষয় নিয়ে সরব নন জয়া। এমনকি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। যে কারণে জয়ার ওপর ক্ষেপেছেন তিনি।

সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন, ‘জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?’

এর আগে, কলকাতার সিনেমায় জয়ার অভিনয় করা প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের রাজ‌্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা কলকাতা পৌরসভার বরো চেয়ারম‌্যান জুঁই বিশ্বাস। প্রশ্ন তুলে তিনি জানান, বাংলাদেশের অভিনয়শিল্পীরা কলকাতায় এখনো কিভাবে কাজ করছে? বাংলাদেশের ১০ জন ওখানে অভিনয় করলে অন্তত ভারতীয় পাঁচজনের বাংলাদেশে কাজের সুযোগ দেওয়া হোক বলেও দাবি তোলেন জুঁই বিশ্বাস। যদিও জুঁই বিশ্বাসের এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিচ্ছেন দুই বাংলার অনেক দর্শক ও নেটিজেনরা।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews