1. admin@sylhetbela24.com : admin :
October 16, 2025, 11:10 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

ওসমানীনগরে মহাসড়কে গাড়ি ডাকাতি, ৬ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
  • 43 বার সংবাদটি পড়া হয়েছে

ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় এসএ পরিবহণ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের গাড়ি ডাকাতির ঘটনায় ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ১০ লাখ ৪৭ হাজার ৪৯০ টাকার মালামাল লুট হওয়া গেছে।

ঘটনা ঘটে গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে। খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়ার নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, এসআই আশীষ চন্দ্র তালুকদার ও এসআই বিষ্ণুপদ রায় রাত থেকেই অভিযান চালিয়ে ডাকাতদের ব্যবহৃত পিকআপ গাড়ি ও ৭ লাখ ১৯ হাজার টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: রবিদাস গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ শানুর শাহ (২৯), মাটিহানি গ্রামের ওয়ারিছ আলীর ছেলে রলেক মিয়া (৪০), আব্দুস সোবহানের ছেলে দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়েরা গ্রামের আশিক উল্লার ছেলে আঃ মজিদ (২৪), ফতেপুর গুপ্তপাড়া গ্রামের ইরন আলীর ছেলে মোঃ সুফিয়ান আহমেদ (২৬), মোগলাবাজা থানার চর মোহাম্মদপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে সাইদুর রহমান সাদী (২১)।

এ ঘটনায় এসএ পরিবহণ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সুপারভাইজার মোঃ ফারাদুল ইসলাম বাদী হয়ে রবিবার ওসমানীনগর থানায় মামলা (নং-০৮) দায়ের করেন।

জানা গেছে, রাত ১১টার দিকে সিলেট নাইওরপুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়া কাভার্ড ভ্যানটি রাত ১২:২০ মিনিটে কাশিকাপন এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেল ও একটি পিকআপ নিয়ে দশজন ডাকাত গাড়িটি থামায়। ডাকাতরা ভ্যানে থাকা তিন সহকারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে পিকআপে তুলে নেয়।

এরপর ভ্যানের ড্রাইভারকে প্রায় এক কিলোমিটার দূরে রাস্তার পাশে থামিয়ে রাখে এবং প্রায় ১৫-১৬ জনের একটি দল ১০ লাখ ৪৭ হাজার ৪৯০ টাকার মালামাল লুট করে পিকআপে নিয়ে যায়। পরে ভ্যানের ড্রাইভার ও সহকর্মীদের শেরপুর টোলপ্লাজার কাছে পৌঁছে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে জড়িত ডাকাতদের গ্রেফতার করেছি এবং লুট হওয়া মালামাল উদ্ধার করেছি। অন্যান্য জড়িতদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews