কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার অভিযান চালিয়ে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু ভর্তি বলগেটসহ ৪ শ্রমিককে আটক করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখ থেকে বালু বোঝাই স্টিল বডি বলগেটসহ ৪ শ্রমিককে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ২০১০ সালের বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইনে আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের সাজা প্রদান করেন তিনি।
অভিযানের সময় নির্বাহী কর্মকর্তার সাথে কানাইঘাট থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাজাপ্রাপ্তরা ৫০ হাজার টাকা নগদ জরিমানা দিয়ে থানা থেকে মুক্তি পান। জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
জানা গেছে, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সোনারতালুক ও নন্দিরাইসহ আশপাশ গ্রামের মানুষের যাতায়াতের পাকা রাস্তার মরহুম খলিল মাষ্টারের বাড়ির সামনে গত বছর বন্যায় বড় আকারে ভেঙে গিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। সড়কের ভাঙা ও দেবে যাওয়া অংশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সম্প্রতি ব্লকসহ আশপাশের ৫টি পুকুর ভরাটের জন্য কাজের ঠিকাদার উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে সরকারি কাজে সুরমা নদী থেকে বালু ব্যবহারের জন্য অবৈধভাবে বালু উত্তোলন করায় এ অভিযান চালানো হয়।