মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কবির বক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টায় হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কবির বক্স উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হাজীপুর ইউনিয়ন পরিষদের (পলাতক) চেয়ারম্যান ওয়াদুদ বক্সের চাচাতো ভাই।
জানা গেছে, কবির বক্স হাজীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।
তিনি হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি হাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তারকৃত কবির বক্সের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত পলাতক থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।