মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে গোসল করতে গিয়ে শাকুল মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকায়।
পরিবার ও স্থানীয়রা জানান, শাকুল মিয়া সকালে প্রতিদিনের মতো পাশ্ববর্তী বাবুল মিয়ার পুকুরে গোসল করতে যান। পুকুরের পাড়ে তার জুতা ও জামা রাখা ছিল। কিছুক্ষণ পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। সব সন্দেহ থাকলে স্থানীয়রা পুকুরে খুঁজতে শুরু করলে পানির নিচে শাকুল মিয়ার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মোঃ ফেরদৌস মিয়া ও তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয় লোকজন ইতোমধ্যেই মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
পূর্ব রংগীরকুল পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী জানান, শাকুল মিয়া সাতার জানতেন না। তিনি প্রায়ই এই পুকুরে গোসল করতেন এবং কাপড় ধুতেন।
ফায়ার সার্ভিসের লিডার মোঃ ফেরদৌস মিয়া বলেন, “আমরা খবর পেয়ে পাঁচজনের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পৌঁছালে দেখি স্থানীয় লোকজন ইতোমধ্যেই মরদেহ উদ্ধার করেছেন। আমরা নিশ্চিত করি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হবে।”