1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 1:53 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

কুলাউড়ায় পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ বুধবার, জুন ২৫, ২০২৫
  • 45 বার সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি: যায়যায়দিন

কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন সিলেট বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার উদ্দিন ভুইয়া, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান হেলাল আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী ও খালেদ পারভেজ বখশ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পাহাড়ী এলাকা এবং সামাজিক বনায়নের গাছের মাথা কেটে এবং বণ্যপ্রানী নিধন করে পরিবেশের ক্ষতি করছে পাহাড়ে বসবাসরত একটি চক্র। তাদের যত্রতত্র পলিথিন এবং প্লাষ্টিকের ব্যবহারে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। সব বিষয়ে জনগনকে সচেতন করে পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপের আহবান জানানো হয় সভা থেকে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews