1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 2:04 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

কেন ভেঙেছিল আহান–সুহানার প্রেম?

  • প্রকাশিতঃ শনিবার, জুলাই ২৬, ২০২৫
  • 44 বার সংবাদটি পড়া হয়েছে

সিনেমা মুক্তির ১ম সপ্তাহেই রেকর্ড গড়া আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’ বর্তমানে গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দর্শকের উচ্ছ্বাসে যখন চতুর্দিক মুখর, ঠিক তখনই শোরগোল ফেলে দিল এক প্রেমের গুঞ্জন। সম্প্রতি চাউর হয়েছে যে, সাইয়ারাখ্যাত আহান পান্ডে নাকি প্রেম করতেন শাহরুখকন্যা সুহানা খানের সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে, তখন সুহানা ও আহান কেউই সিনেমার জগতে পা দেননি। কিন্তু পাপারাজ্জিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন। সে সুবাদেই বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে।

এছাড়াও জানা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই মন দিয়েছিলেন সুহানা। তবে তাদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি।

এছাড়া গুঞ্জনে রয়েছে, অগস্ত্যর জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে দ্য আর্চি সিরিজে পা রাখেন। আর অন্যদিকে সাইয়ারা ছবির জন্য নিজেকে তৈরি করতে থাকেন আহান পান্ডে।

উল্লেখ্য, যশরাজ ফিল্মস প্রযোজিত এবং মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে পা রাখলেন বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে। প্রথম সিনেমায় গায়ক ও প্রেমিকের চরিত্রে তার অভিনয় এবং লুক দর্শকদের মন কেড়েছে। অন্যদিকে অনিত পাড্ডা যাকে, আগে কাজলের ‘সালাম ভেঙ্কি’তে দেখা গিয়েছিল, এ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews