সিলেটের ক্বীন ব্রীজ এলাকায় যুবক খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কালা মিয়া (২৫) মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে। বর্তমানে নগরীর ঘাসিটুলা এলাকায় বসবাস করে আসছেন। গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কালা মিয়া ওই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। এ নিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাতে খুন হন ডালিম মিয়া (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় গতকাল শুক্রবার (৮ আগস্ট) বিকালে ডালিম মিয়ার মা রীতা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪-৫ জনকে।
এদিকে, হত্যাকান্ডের কয়েক ঘন্টা পর শুক্রবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব (১৯) নামের এক কিশোরকে আটক করে। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা জব্দ করেছে পুলিশ।