1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 5:21 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

খাবার খেয়ে অসুস্থ ১২০, বন্ধ সিনেমার শুটিং

  • প্রকাশিতঃ মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
  • 38 বার সংবাদটি পড়া হয়েছে

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং সেটে খাবার খেয়ে অন্তত ১২০ জন কলাকুশলী অসুস্থ হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছেন। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে সিনেমার শুটিং। ১৭ আগস্ট লেহ জেলার পাঠার সাহিব এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় কর্মকর্তারা ভারতীয় গণমাধ্যম মিড ডে-কে জানান, বলিউডের একটি ছবির ১০০–এর বেশি কর্মী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। অসুস্থদের তীব্র পেটব্যথা, বমি ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দেয়। দ্রুত তাদের সজল নারব্বু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

সেদিন প্রায় ৬০০ জনকে খাবার পরিবেশন করা হয়েছিল, যার মধ্যে ১২০ জন অসুস্থ হয়ে পড়েন। এমনকি কয়েকজনের হৃদ্‌রোগজনিত জটিলতাও দেখা দিয়েছে বলে গুঞ্জন রয়েছে।

খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করা যায়। এরই মধ্যে ছবির শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধর একসঙ্গে কাজ করছেন। টিজারে ইঙ্গিত মিলেছে এক অজানা যুদ্ধ, বিশ্বাসঘাতকতা ও সাহসিকতার। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপাল।

‘ধুরন্ধর’ চলতি বছরের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমার পর ‘ডন ৩’–এর কাজ শুরু করবেন রণবীর। পরে রণবীর সিং ও আদিত্য ধর আরেকটি নতুন প্রজেক্টে হাত দেবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews