সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার তিতারাই এলাকায় একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জুবায়ের আহমদ (২২)। তিনি গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত ও এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে তিতারাই এলাকায় নিয়মিত তল্লাশি চলছিল। এসময় একটি প্রাইভেট কারের পেছনের ডালা থেকে ১০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, গ্রেপ্তারকৃত জুবায়ের আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।