সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত জরান চৌধুরী (৪৯) হত্যা মামলায় বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরু মিয়াসহ ৪৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি ২০২৪) নিহতের বড় ভাই মো. বাহরাম চৌধুরী বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান নূরু মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গত মঙ্গলবার ২৩ জানুয়ারি সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় গোলাপগঞ্জ থানা পুলিশ আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। অন্যান্য আসামীদের গ্রেপ্তার অভিযা অব্যাহত আছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি খাগাইল গ্রামে চৌধুরী ও আহমদ বংশের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। গুরুতর আহত ৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, তাদের মধ্য থেকে জরান চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি রাতে মারা যান।
নিহত জরান চৌধুরী হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়নাল চৌধুরীর ছোট ভাই ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।