1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 3:49 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

গ্রেপ্তার আরেক সাবেক সচিব ভুঁইয়া শফিকুল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
  • 37 বার সংবাদটি পড়া হয়েছে

এবার রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরেক সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার মধ্যরাতে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও একইদিন পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট শাহবাগ থানায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব ভুঁইয়া শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় রোববার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করে ডিবি।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গত ২৮ আগস্ট সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাদের অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যে এক দল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়ে।

একপর্যায়ে তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেয় এবং কয়েকজনকে লাঞ্ছিত করে। একপর্যায়ে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম।

ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন। অবসরের পর লেখালেখি ও সংগীত চর্চাতে সক্রিয় ছিলেন শফিকুল ইসলাম। তাঁর লেখা ডজনখানেক বই ও নিজের লেখা গনের সিডি রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews