চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৩শ একর বিস্তীর্ণ ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা নিশ্চিত করতে চালু হলো পরিবেশবান্ধব ইলেকট্রিক কার (ই-কার) সেবা।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘মা এন্টারপ্রাইজ’ ও ‘গ্রীণ ফিউচার বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে এই ই-কার বা গলফ কার্ট চালু করা হয়েছে। এই সেবা চালুর মাধ্যমে ক্যাম্পাসে অতিরিক্ত দূরত্ব অতিক্রম, সিএনজি সংকট এবং ভাড়া সমস্যার একটি টেকসই সমাধান পাওয়া যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘আজকে আমরা ই-কারের উদ্বোধন ঘোষণা করছি। শিক্ষার্থীরা যেন ই-কার ব্যবহার করে সঠিক সময়ে ক্লাসে পৌঁছায়, সেই প্রত্যাশা করছি। এই যানবাহন চালানো বেশ সহজ এবং ভাড়াও সাশ্রয়ীভাবে নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজেই এটি ব্যবহার করতে পারে।’
তিনি আরো বলেন, ‘আমি আরেকটা অনুরোধ করতে চাই যারা এই ই-কার চালাবেন, তারা আমাদের ড্রাইভার।
তারা লোকাল হোক যেই হোক তাদের সঙ্গে শিক্ষার্থীরা যেন সদয় আচরণ করে এবং ড্রাইভার সাহেবরাও যেন শিক্ষার্থীদের নিজের সন্তান, ছোট ভাই-বোনের মতন মনে করে। সবাই যেন সুবিধা নিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন এনায়েত উল্যাহ পাটওয়ারী।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নতুন এই সেবা শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় কমাবে এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।