চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে ২৬টি কেন্দ্রীয় পদ ও প্রতিটি হলে ১৫টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
মনোনয়নপত্র বিতরণ ও জমাদান চলবে আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। প্রথম দিনে ক্রীড়া সম্পাদক পদে শাহজালাল হলের শিক্ষার্থী তায়েবুল আলম ফরাজী প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাচন হয়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি হল ও একটি হোস্টেল রয়েছে; এর মধ্যে পাঁচটি ছাত্রী ও ১০টি ছাত্রদের জন্য। বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগ ও পাঁচটি ইনস্টিটিউটের ২৭ হাজার ৬৩৪ শিক্ষার্থীর তালিকা চাকসু নির্বাচনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে হলভিত্তিক তালিকা এখনও প্রকাশ হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার জানান, বিভাগভিত্তিক তালিকা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলছে; হলভিত্তিক তালিকাও শিগগির প্রকাশ হবে।
তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ ও জমাদান শেষ, ২১ সেপ্টেম্বর: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৪ সেপ্টেম্বর: প্রার্থিতা নিয়ে আপত্তি নিষ্পত্তি ও ২৫ সেপ্টেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে নির্বাচনের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চালানো যাবে।
ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৬টি পদে কেন্দ্রীয়ভাবে নির্বাচন হবে। এছাড়া হলগুলোতে ভিপি, জিএস, এজিএসসহ ১৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।