1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 10:28 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

চুলে খুশকি হওয়ার কারণ ও প্রতিকার

  • প্রকাশিতঃ শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
  • 29 বার সংবাদটি পড়া হয়েছে

খুশকি এমন এক সমস্যা, যা নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষের মধ্যেই দেখা যায়। ঋতুভেদে এর প্রকোপ কখনো কমে, কখনো বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, খুশকির পেছনে বেশ কয়েকটি নির্দিষ্ট কারণ কাজ করে এবং নিয়ম মেনে চুল ও মাথার ত্বকের যত্ন নিলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

খুশকির অন্যতম প্রধান কারণ হলো মাথার তালু (স্ক্যাল্প) ও চুল অপরিষ্কার থাকা।
ধুলাবালি, ঘাম ও ত্বকের মৃত কোষ জমে গেলে সেখান থেকে খুশকি তৈরি হয়। তাই নিয়মিত চুল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তৈলাক্ত বা খুব শুষ্ক স্ক্যাল্প এ দুইটি অবস্থাই খুশকির জন্য দায়ী হতে পারে। যাদের স্ক্যাল্পে অতিরিক্ত সিবাম (তেল জাতীয় নিঃসরণ) তৈরি হয়, তাদের মধ্যে খুশকির প্রবণতা বেশি দেখা যায়।
আবার যাদের মাথার ত্বক অত্যন্ত রুক্ষ, তাদের ক্ষেত্রেও খুশকি দেখা দিতে পারে।

অনেক সময় খুশকির সমস্যা থাকলে চুলে ঘনঘন তেল ব্যবহার করা উচিত নয়, কারণ তেল খুশকির প্রকোপ আরো বাড়িয়ে দিতে পারে। এই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু পাওয়া গেলেও, তা বেছে নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি।
কারণ সব শ্যাম্পু সব ধরনের স্ক্যাল্পের জন্য উপযোগী নয়। ভুল শ্যাম্পু ব্যবহারে সমস্যার আরো অবনতি হতে পারে। তাই খুশকি প্রতিরোধে নিয়মিত চুল পরিষ্কার রাখা, সঠিক পণ্য ব্যবহার ও প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে কার্যকর উপায় বলে মত বিশেষজ্ঞদের।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews