সুনামগঞ্জের জগন্নাথপুরে নিয়মিত মামলার এক আসামীকে বিশেষ অভিযানে আটক করেছে থানা পুলিশ। আটরকৃত আসামিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।
জানা যায়, রবিবার গভীর রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা এর নেতৃত্বে এসআই হাদী আব্দুল্লাহসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় রাত ২টা ৪৫ মিনিটে মিরপুর ইউনিয়নের শ্রীরামসী বরাউট গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি মো. আব্বাছ মিয়া (৪৮) কে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবরু মিয়ার ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি মো. আব্বাছ মিয়াকে আটক করে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।”