সুনামগঞ্জের জগন্নাথপুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। বিপ্লব বিশ্বাস (২৬) নামের ওই ব্যক্তি রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীর খেয়াঘাট এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুশিয়ারা নদীর রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন বিপ্লব বিশ্বাস।
এ সময় হালকা ঝড়বৃষ্টি আসে। একপর্যায়ে বজ্রপাত হলে নৌকা থেকে পড়ে যান তিনি। এ সময় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি স্থানীয়রা।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক কবির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।