1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 7:57 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

জগন্নাথপুরে ৪০ অবৈধ দোকানপাট উচ্ছেদ, ৫ জনকে অর্থদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, আগস্ট ২৭, ২০২৫
  • 36 বার সংবাদটি পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ফুটপাতের অন্তত ৪০টি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে। এ সময় জরিমানা করা হয় পাঁচজন ব্যবসায়ীকে। আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনসহ জগন্নাথপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে শহরে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হচ্ছিল পথচারীদের। তাই জনদুর্ভোগে লাঘবে আজ উপজেলা প্রশাসনের পক্ষে শহরের টিঅ্যান্ডটি রোড, জগন্নাথপুর বাজারের সবজি বাজার, বড় গলি, ইকড়ছই মাদরাসা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অন্তত ৪০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
এ ছাড়া জগন্নাথপুর বাজারের পাঁচ ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, জনভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews