জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হলের ভেতর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আটক করে।
আটক হওয়া ছাত্রদল নেতা সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭ সেশন) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সোহান জানান, “আমি রাতে ক্যাম্পাসে এসেছিলাম। অসুস্থ বোধ করায় হলে এসে শুয়ে পড়ি।” তবে হলে অবস্থানের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও স্বীকার করেন তিনি।
আটকের পর সোহানকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন,
“নির্বাচন চলাকালে হলে সাবেক শিক্ষার্থীর অবস্থান আচরণবিধির লঙ্ঘন। তাই তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, “আমরা নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাকে আনিয়েছি। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”