1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 3:32 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ

  • প্রকাশিতঃ শনিবার, মার্চ ২৯, ২০২৫
  • 71 বার সংবাদটি পড়া হয়েছে

আগামী ৩০ মার্চ দেখা যেতে পারে শাওয়ালের নতুন চাঁদ। সে অনুযায়ী দেশে ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেই হিসাবে এবার রমজান হতে পারে ২৯ দিনের
বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণীতে এই তথ্য জানিয়েছেন জাতীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থার জ্যোতির্বিজ্ঞানীরা।

চাঁদের স্থানাংক বিবরণীতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ ২০২৫ বাংলাদেশ মান সময় ১৬ টা ৫৮.০ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ঐ দিন সূর্যাস্তের সময় ১৮ টা ১৩.০ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ০.০৫২১ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ২২.৩ মিনিট পূর্বে চন্দ্রাস্ত ঘটবে। ৩০ মার্চ ২০২৫ সূর্যাস্তের সময় ১৮ টা ১৩.৫ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ১.০৫২৪ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩.৪ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ঐ দিন ১৩ টা ১৯.৮ মিনিট বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। ৩১ মার্চ সূর্যাস্তের সময় ১৮ টা ১৪.০ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ২.০৫২৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ৫১.৬ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখার উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, আমরা বাংলাদেশের আকাশে চাঁদের অবস্থান, আকার সবকিছু পর্যবেক্ষণ করে প্রতি মাসেরই নতুন চাঁদের স্থানাংক বিবরণী প্রকাশ করে থাকি। সেই অনুযায়ী আমরা আশা করছি আগামী ৩০ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে আকাশ মেঘলা থাকলে নাও দেখা যেতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews