নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় স্প্যানিশ মেয়েরা। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে দলকে জয়সূচক গোল এনে দেন আয়তানা বোনমাতি।
খেলার ৯০ মিনিট ছিল উত্তেজনাপূর্ণ, কিন্তু গোলশূন্য। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। খেলা যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছে, তখনই আসে কাঙ্ক্ষিত মুহূর্তটি। ১১৩ মিনিটে সতীর্থ রেবেকা নাকের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে জার্মান গোলরক্ষককে পরাস্ত করেন বোনমাতি।
বোনমাতির এই গোলেই ইউরোর ফাইনালে পৌঁছে যায় স্পেন। টুর্নামেন্টের আগেই ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন তিনি। তবে সেখান থেকে ফিরে টানা পাঁচ ম্যাচ খেলে অবশেষে সেমিফাইনালেই করেন জয়সূচক গোল, যেটি তার এই টুর্নামেন্টে প্রথম।
আগামী রোববার (২৭ জুলাই) রাতে সেন্ট জ্যাকব পার্কে ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুই শীর্ষ দল।