জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী ১ আগস্ট একটি ব্যতিক্রমধর্মী ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদ শুভ বলেন, “আমরা ১ আগস্ট একটি স্মরণিক ম্যারাথনের আয়োজন করছি। এটি শুধুই একটি দৌড় প্রতিযোগিতা নয়, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানোই আমাদের মূল উদ্দেশ্য।”
তিনি আরো বলেন, “এ আয়োজনে সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আমরা চাই সবাই একত্রে এ স্মৃতিকে সম্মান জানাবে এবং নতুন প্রজন্ম এ চেতনা ধারণ করবে।”