1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 10:30 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

জৈন্তাপুরে ভারতীয় মদসহ যুবক আটক

  • প্রকাশিতঃ শনিবার, জুন ২৮, ২০২৫
  • 50 বার সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার এসআই ওবায়দুল ইসলাম ও তার সঙ্গীয় পুলিশ এএসআই শাহরিয়ার হাসান। অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল গ্রামের আমির আলীর ছেলে শাকিল আহমদ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মাদক নির্মূলে জৈন্তাপুর থানাপুলিশ সর্বদা তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যেই ভারতীয় মদ পাচারের চেষ্টা হয়। তবে এসব অনৈতিক কার্যক্রম দমনে জৈন্তাপুর থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews