হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ দল। জয়ের ধারা অব্যাহত রাখতে আজ শনিবার শ্রীলংকার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। সেই লক্ষ্যে আবুধাবিতে টস হেরে ব্যাটিং আগে পেয়েছে বাংলাদেশ।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সিদ্ধান্তের বিষয়ে বাঁহাতি লংকান ব্যাটার জানিয়েছেন, নতুন পিচের মতো দেখাচ্ছে তাই আমরা আগে বোলিং করতে চাই।
বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস অবশ্য বললেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে তার। তাই আগে ব্যাটিং করতে তেমন সমস্যা নেই তাদের। যদিও আগের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লিটন। রান তাড়ায় হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। আসরে এটি শ্রীলংকার প্রথম ম্যাচ।
এদিকে হংকং ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন শরিফুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি তাসকিন। ২ উইকেট পেলেও ৩৮ রান দিয়েছেন অভিজ্ঞ পেসার।
এক ম্যাচ পরই একাদশে ফিরলেন শরিফুল। বাঁহাতি এই পেসার সবশেষ একাদশে ছিলেন নেদারল্যান্ডস সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। বৃষ্টিতে ভেসে যাওয়া ওই ম্যাচে অবশ্য বোলিং করতে পারেননি তিনি।
এখন পর্যন্ত ৫২ টি-টোয়েন্টি খেলে ৫৮ উইকেট নিয়েছেন শরিফুল। ওভারপ্রতি রান খরচ করেছেন আটের বেশি রান। তার ক্যারিয়ার সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ- পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।