1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 10:39 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

টাঙ্গুয়ার হাওরে অভিযানে অবৈধ ১২ লাখ টাকার জাল জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
  • 119 বার সংবাদটি পড়া হয়েছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা,তাহিরপুর উপজেলার মৎস কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান। এ সময় গোলাবাড়ী ও রামসিংহপুর আনসার ক্যাম্পের সদস্যরাও অভিযানে অংশ নেন।

এ অভিযানে ৩,৫০০ মিটার রিং চাই, ১,০০০ মিটার কোনা জাল ও ১,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য (প্রায়) ১২ লক্ষ টাকা। এছাড়াও ২ জন জেলে কে আটক করা হয়। আটককৃত একজন জেলেকে ৫০০ টাকা অপর জন জেলেকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে, জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেম এর অফিসিয়াল ফেইসবুকে এর সত্যতা নিশ্চিত করা হয়। টাঙ্গুয়ার হাওরকে সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষা করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে প্রশাসন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews