1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 1:54 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

টাঙ্গুয়ার হাওরে ‘ভাসমান বাজার’

  • প্রকাশিতঃ শনিবার, জুলাই ১৯, ২০২৫
  • 18 বার সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গুয়ার হাওর পর্যটন বিকাশে স্থানীয় জনগনের অংশগ্রহনে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন থেকে আয়োনে ভাসমান বাজারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের অদূরে ছোট ছোট নৌকায় এই প্রতীকি বাজারের উদ্বোধন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেমসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও টাঙ্গুয়া গ্রাম উন্নয়ন সমিতির নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই ভাসমান বাজারে টাঙ্গুয়ার হাওর পাড়ের ক্ষুদ্র পর্যায়ের উদ্যোক্তাদের উৎপাদিত ফলমূল, বিভিন্ন প্রকারের স্থানীয় পিঠা ও হাতের তৈরী নকশী কাঁথাসহ হাওরাঞ্চলে নিজস্ব শিল্প সংস্কৃতির উপকরণ পর্যটকদের কাছে বিক্রয়ের জন্য উপস্থাপন করা হবে। এতে একদিকে যেমন পর্যটনের বিকাশ হবে অন্যদিকে জীবিকার অর্জনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন হাওর পাড়ের বাসিন্দারা।

হাওরে ভাসমান বাজার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন হাউজবোট মালিক, পর্যটকসহ হাওর পাড়ের বাসিন্দারা। নিয়মতান্ত্রিক বাজার প্রক্রিয়ায় স্থানীয়দের উদ্বুদ্ধ করতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন তারা।

জলছবি হাউজবোটের ম্যানেজার শরীফ আহমেদ বলেন, টাঙ্গুয়ার হাওর এখন দেশবাসীর কাছে পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে আসেন। পর্যটকদের চাহিদার মধ্যে থাকে হাওর এলাকার মাছ, পিঠা ও স্থানীয় খাবার। হাওরের ভাসমান বাজারের মাধ্যমে হাওর এলাকার খাবার বিক্রি করা গেলে এটি পর্যটকদের কাছে সমাদ্রিত হবে।

সৌরভ নামের এক পর্যটক বলেন, হাওরে ভাসমান বাজার এটি একটি ব্যতিক্রমী আইডিয়া। যা আমার কাছে অসাধারণ লেগেছে। আমি নিজে আম কিনে খেয়েছি। ব্যাপারটি অসাধারণ। এই ধারণাটি আরও অনিয়মতান্ত্রিকভাবে করা যেতে পারে বলে জানান তিনি।

ভাসমান বাজার উদ্বোধনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, হাওরের পর্যটনে স্থানীয় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করতে ভাসমান বাজার একটি প্রয়াস। উপজেলা প্রশাসন একটি আইডিয়া ক্রিয়েট করে দিয়েছে। আশা করছি ব্যবসায়িরা উদ্বুদ্ধ হবে। এতে একদিকে যেমন পর্যটনের বিকাশ হবে অন্যদিকে স্থানীয়রা লাভবান হবেন।

বিকালে হাওরের ভাসমান বাজার পরিদর্শনে যান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি ভাসমান নৌকায় ক্রয় বিক্রয় করতে স্থানীয় ব্যবসায়ি ও পর্যটকদের উদ্বুদ্ধ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews