1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 7:56 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

তাহিরপুরে বিজিবি টহল দলের ওপর হামলার মামলায় গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ বুধবার, আগস্ট ১৩, ২০২৫
  • 118 বার সংবাদটি পড়া হয়েছে

বিজিবি টহল দলের উপর হামলা ও স্পিডবোট ভাঙচুরের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) ভোর রাতে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রাম লাউরগড়ের মো, আলী, কাজী মিয়া ও সীমান্তবর্তী গ্রাম সাহিদাবাদের আজিরুল ইসলাম।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃত সবাই মাদক কারবারি।

গত ৬ আগষ্ট জাদুকাটা নদীর তীরে বিজিবির টহল দলের উপর হামলা চালায় সংঘবদ্ধ মাদক চোরাকারবারিরা। ভাঙচুর করা হয় বিজিবির একটি স্পিডবোট। হামলায় টহলে থাকা বিজিবির লাউড়গড় ক্যাম্প কমান্ডারসহ (সুবেদার) দুই সদস্য আহত হন। এ ঘটনায় একই দিন রাতে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বলেন, বুধবার ভোররাতে রাতে যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় অপর এক পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চলমান।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews