1. admin@sylhetbela24.com : admin :
July 17, 2025, 6:09 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

তৃতীয় টি২০ তে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিতঃ বুধবার, জুলাই ১৬, ২০২৫
  • 21 বার সংবাদটি পড়া হয়েছে

আজ বুধবার (১৬ জুলাই) তৃতীয় ও শেষ টি২০ ম্যাচেও কয়েনভাগ্য পাশে পেলেন না লিটন কুমার দাস। পরপর তিন ম্যাচে টস জিতলেন স্বাগতিক শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তবে এবার সিদ্ধান্ত বদলালেন লংকান অধিনায়ক। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন তিনি।

সিরিজের আগের দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলংকা।

তিন ম্যাচের টি২০ সিরিজে হার দিয়ে শুরু করেছিল সফরকারী বাংলাদেশ দল। তবে দ্বিতীয় টি২০ ম্যাচে দারুভভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। বড় জয়ে সিরিজে (১-১) সমতা ফিরিয়েছে লিটন কুমার দাসের দল।

তাইতো আজ বুধবার (১৬ জুলাই) শেষ ও তৃতীয় টি২০ ম্যাচটি অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় টি২০ তে যে দল জিতবে, তারাই জিতে নেবে টি২০ সিরিজ।

আজ বুধবার (১৬ জুলাই) সিরিজের শেষ ও তৃতীয় টি২০তে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলেও নিজেদের একাদশে দুটি পরিবর্তন করল সফরকারী বাংলাদেশ দল। একাদশে জায়গা হারালেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তাদের পরিবার্তে ‘লাইক ফর লাইক’ বিকল্প হিসেবেই একাদশে এলেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান।

অপরদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলংকার একাদশে পরিবর্তন হয়েছে দুটি। ২০২২ সালের ফেব্রুয়ারির পর আবার টি২০ খেলার সুযোগ পেলেন দিনেশ চান্দিমাল। এছাড়া একাদশে ফিরলেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস।

তাদের সুযোগ করে দিতে একাদশ হতে বাদ পড়লেন আগের ম্যাচগুলোতে চার নম্বরে খেলা আভিশকা ফার্নান্দো ও পেস বোলিং অলরাউন্ডার চামিকা কারুনারাত্নে। অর্থাৎ স্পিন বিভাগে শক্তি বাড়াল স্বাগতিক লংকানরা।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

শ্রীলংকা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews