সুনামগঞ্জের দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ মামলায় ইমরান (১৫) নামের কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ইমরান তার ৪ বছরের ভাগ্নির সঙ্গে খেলা করে, এ সময় মেয়েটি তাদের সাথে খেলা করতে আসে। ফাঁকা ঘরে মোবাইল দেখিয়ে ওই শিশুটিকে সে ইমরান ধর্ষণ করে। পরে কান্না করতে দেখে জিজ্ঞেস করলে বিষয়টি তার মায়ের কাছে জানায় শিশু মেয়েটি।
পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি ইমরানকে গত শুক্রবার সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ৪ বছরের এক কন্যা শিশু ধর্ষণ মামলায় আসামি ইমরানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।