দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, জুলাই শহীদ দিবসের ১৬ জুলাই দিনটি আমাদের ইতিহাসে বিশেষ দিনে পরিণত। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, বড় বড় দুর্নীতিবাজদের অন্যতম পাহারাদার ও দানব সরকারের অস্ত্রের সামনে অন্যায়ের বিরুদ্ধে দু’হাত প্রশস্ত করে দাঁড়িয়ে ছিলেন। বাঙালি তরুণের সাহস বিশ্ববাসী তা দেখেছে। বিশ্ব ইতিহাসে আবু সাঈদ এক অন্নন চরিত্র হয়ে ওঠেছে। ’২৪ এর দুনিয়া কাপানো গণঅভুত্থানের মূল দর্শন রাষ্ট্র সংস্কার। সেই সংস্কারের অন্যতম হচ্ছে ‘পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন পদ্ধতি চালু করা। উচ্চ পর্যায়ে দুর্নীতি দমনে বিদ্যমান আইনগুলো কার্যকর করা, জনদুর্ভোগ লাগবে গণপরিষদ নির্বাচন সম্পন্ন করা। এগুলো আজ কোনটাই দৃশ্যমান হচ্ছে না। জাতীয় নির্বাচনের জিকিরের কারণে আইন-শৃঙ্খলার চরম অবনতি, চাউলের দাম উর্ধ্ব গতি। পাথর দিয়ে মানুষ হত্যা থেকে খোদ মসজিদে ভিন্নমতের ইমামকে ছুরি মারার লোমহর্ষক অসহিষ্ণুতা দেখে ঘরে ঘরে মানুষ আজ বিচলিত। মাজার ভাঙ্গা-ভাঙ্গি ও নারীর হেনস্থার ভিতরে এই গণসহিংসতা শুরু। যেটা এখন নিয়ন্ত্রণের বাইরে।
তিনি পিআর পদ্ধতি বাস্তবায়ন, বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজ নেতৃত্বের বিরুদ্ধে গত ১৩ ও ১৪ জুলাই এর মত রাজপথ শ্লোগানে শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত করার আহবান জানিয়ে বলেন, সাফকথা- শহীদ আবু সাঈদ সহ ’২৪ শত শহীদদের স্বপ্নের সাথে গার্দ্দারী করলে জাতি কাউকে ক্ষমা করবে না।
১৬ জুলাই বুধবার বিকাল ৪টায় সিলেট নগরীর বন্দরবাজারের হাজী কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ তয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত শহীদ জুলাই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, ফোরামের কেন্দ্রীয় নেতা, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লায়েক মিয়া, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, সাংবাদিক শহিদ আহমদ খান সাবের, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, যুবনেতা কাওছার বক্ত রাসেল, জুয়েল আহমদ নীপু প্রমুখ।