সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজ উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ১৮ মাসের শিশু মরিয়ম আক্তার। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাচলারটেক গ্রামের লিয়াকত আলীর মেয়ে।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, শনিবার (২৯ জুন) সকালে নিজ বাড়ির উঠানে বাড়ির শিশুদের সঙ্গে মরিয়ম আক্তার খেলা করছিল। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি তাঁরা। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ডোবায় শিশু মরিয়মের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।