সিলেটের ধোপাদিঘীতে ভেসে উঠেছে মৃত মাছ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সিলেটজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে- বিষ প্রয়োগ করে মাছগুলো মারা হয়েছে।
তবে ইজারাদারের দাবি তিনি বিষ দেননি। তিনি সেখানে নতুন মাছ ছাড়বেন, তাই জাল ফেলায় আঘাত পেয়ে মাছগুলো মারা গেছে।
রোববার (৫ অক্টোবর) রাতে নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাত থেকে ধোপাদিঘীতে অসংখ্য মৃত মাছ ভেসে উঠার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। নেটিজিনরা দাবি করেছেন বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুুকুরে মৃত মাছ ভাসছে। আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
তবে পুকুরের ইজারাদার খালেদ আহমদের দাবি সেখানে কোন বিষ দেয়া হয়নি।
তিনি বলেন, আমি পুকুরে নতুন মাছ ছাড়ার উদ্যোগ নিয়েছি। পাঙ্গাস ও তেলাপিয়া মাছগুলো পোনা খেয়ে ফেলে। তাই রবিবার আমি মাছ ধরার জন্য জাল ফেলি। জালের ছয়টানে আঘাতপ্রাপ্ত হয়ে মাছগুলো মারা গেছে।