গুঞ্জন ছিল, শেষমেশ তাতেই শিলমোহর পড়ল। তারা সুতারিয়া আর বীর পাহাড়িয়া এখন বলিউডের আলোচিত জুটি।
এবার জল্পনার অবসান ঘটিয়ে প্রেমের ঘোষণা করলেন দুজন।
প্রকাশ্যে ভালোবাসা দেখিয়ে অভিনেত্রী যখন ‘স্কাই ফোর্স’ তারকাকে লিখলেন ‘মাইন’, তখন থেকেই শুরু হয় গুঞ্জন। এরপর নানা জায়গায় হাত ধরাধরি করে একসঙ্গে ঘুরতে দেখা যায় দু’জনকে, যা আরও স্পষ্ট করে দেয় সম্পর্কের রং।
আর শনিবার, সেই জল্পনায় যেন শিলমোহর দিলেন তারা। একে অপরকে জড়িয়ে ধরে ছবি দিয়ে প্রকাশ্যে সম্পর্কের ঘোষণা দিলেন। জানিয়ে দিলেন তাদের প্রেমের আখ্যান।
গণেশ পুজা উপলক্ষে উজ্জ্বলতায় চারদিক ভরে উঠেছে। বলিউড তারকারাও ‘বাপ্পা’র আরাধনায় মগ্ন। এই শুভক্ষণে তারকা জুটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি।