বাংলা গানের দুনিয়ায় নতুন চমক হয়ে হাজির হলো ‘ময়না’। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে উরাধুরা নাচের এই গানটি।
আর এতে পারফর্ম করে দর্শকদের চমকে দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।
সিনেমার গানের বাইরে গানটির মাধ্যমেই প্রথমবার বুবলী পারফর্ম করলেন একক কোনও গান ভিডিওতে।
তবে একক গান হলেও সিনেমার গানের চেয়ে কোনো অংশে কম নয়, বলা যায় ফিল্মি স্টাইলে বড় বাজেটের সেট ও বিশাল আয়োজনে নির্মিত হয়েছে জমকালো গানটি। যা প্রকাশের পর থেকেই দর্শকদ-শ্রোতাদের ভালো লাগতে শুরু করেছে।
গানটিতে বুবলীর সঙ্গে নাচ করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার।
কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।
বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত।
প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্বা্স আমাকে মুগ্ধ করছে।’