1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 10:42 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে তাসকিন

  • প্রকাশিতঃ শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • 33 বার সংবাদটি পড়া হয়েছে

অনেক দিন ধরে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তাইতো দেখতে-দেখতে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি২০ ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে আছেন এই ডানহাতি পেসার। আর মাত্র ৪ উইকেট শিকার করলেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি২০তে শততম উইকেট পূর্ণ হবে তাসকিনের।

আর এমন পরিসংখ্যানের সমানে দাঁড়িয়ে আবুধাবিতে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আজ শনিবার রাত সাড়ে ৮টায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি২০তে ক্রিকেটে ১০০ উইকেট পূর্ণ করেছেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে টি২০ বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব। তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়েছেন তিনি।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি২০ অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি। এরপর বাংলাদেশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তাসকিন। ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬ দশমিক ৩ ওভার বল করে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি।

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তার বোলিং গড়- ২১ দশমিক ৮৭ এবং ইকোনমি ৭ দশমিক ৫৯।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews