ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাসচাপায় মা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাগরদিঘির সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) তার বছরের ছেলে তকিকে নিয়ে নবীগঞ্জে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
এ সময় রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন এবং আরো কয়েকজন আহত হন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহত শিশু স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনারপুর কলেজের সামনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানানো হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।