1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 7:03 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

নবীগঞ্জে বিয়ের দিনে বিদ্যুৎস্পৃষ্টে কনের মায়ের মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, আগস্ট ৪, ২০২৫
  • 61 বার সংবাদটি পড়া হয়েছে

সানাই বাজছিলো। বিয়ের আয়োজনেও কমতি ছিলো না। আত্মীয় স্বজন সকলেই বাড়িতে আনন্দ উৎসবে মেতে উঠেছিলো। কিন্তু কে জানতো নিমিষেই বিদ্যুৎ কেড়ে নেবে কনের মায়ের জীবন। এমনই একটি ঘটনা ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ির খড়িয়া গ্রামে।

মর্মান্থিক এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মায়ের মৃত্যুর খবর না জেনে কলেজ ছাত্রী কনের বাড়ির বদলে বিয়ে হলো হবিগঞ্জ শহরের কালিবাড়ী মন্দিরে।

গতকাল রবিবার রাত ৯টায় এ বিয়ে সম্পন্ন হয়। এদিকে কনের মা আরতি সরকার (৫০) এর লাশ রয়েছে সদর হাসপাতালে। সে ওই গ্রামের শ্রীনন্দ সরকারের স্ত্রী।

জানা যায়, কলেজ ছাত্রী স্বর্ণা সরকারের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধনাঢ্য পরিবারে।

গতকাল রবিবার রাত ৯টায় ছিলো বিয়ের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বিয়ের বাড়িতে ছিলো সাজ সাজ রব। চারপাশে ছিলো আনন্দ আর হৈ হল্লোড়। আকাশ থেকে মুষলধারে পড়ছিলো বৃষ্টি।

বিদ্যুতেরও আসা যাওয়ার খেলা ছিলো। সন্ধ্যা ৬টার দিকে কনের মা আরতি সরকার ঘর ঝাড়ু দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিদ্যুৎ না থাকলেও হুট করে চলে আসায় অসাবধনতাবশত তিনি দরজার পাশে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু স্বর্ণাকে তখনও দেয়া হয়নি তার মায়ের মৃত্যুর খবর, বলা হয় তার মা সুস্থ।

এই শান্তনা দিয়ে রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কালিবাড়িতে তার বিয়ে সম্পন্ন করা হয়।

এদিকে এমন মর্মান্থিক মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়িতে আনন্দের বদলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews