নবীগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি মীমাংসার লক্ষ্যে গঠিত শালিসি বোর্ডের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের একটি চাইনিজ হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির প্রধান উপদেষ্টা ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থান করায় বৈঠকে সভাপতিত্ব করেন হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ শাহাজান আলী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রঃ) মাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আসজদ আহমেদ, সিলেট কল্যাণ সমিতির সভাপতি মনসুর আলী খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সরফরাজ চৌধুরী, মাওলানা আশরাফ আলী, মাওলানা নুরুল হক, চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, আ ফ ম ফখরুল ইসলাম কালাম, মাওলানা শুয়েবুর রহমান, এস আর চৌধুরী সেলিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বৈঠকে সংঘর্ষের দ্রুত সমাধানে কিছু গুরুত্বপূর্ণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে শালিস বোর্ডের সদস্যরা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। ক্ষতিপূরণ নির্ধারণের লক্ষ্যে ৬ সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়।
পরবর্তীতে এক পথসভায় শালিসি বোর্ডের পক্ষে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ শাহাজান আলী। তিনি বলেন, “উভয় পক্ষই শালিসি বোর্ডের প্রতি আস্থা রেখে মতামত দিয়েছেন। পরবর্তী ধাপের জন্য একটি কাঠামো তৈরি করা হয়েছে এবং সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “নবীগঞ্জের পরিবেশ এখন স্বাভাবিক ও শান্ত। সকলকে নিজ নিজ ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হওয়ার পাশাপাশি শালিসি বোর্ডকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।” তবে, শালিস গঠনের পরে সংঘটিত একটি মামলা দায়েরের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি হুঁশিয়ার করে বলেন, “যারা নবীগঞ্জকে অশান্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”