হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সামান্য বৃষ্টিতেই সড়কে তৈরি হচ্ছে বড় বড় গর্ত, যার ফলে যান চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ খসে গিয়ে গর্ত তৈরি হয়েছে। এ গর্তগুলোতে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে যাতায়াত করে।
এই সড়কটি নবীগঞ্জ উপজেলা সদরসহ আশপাশের ছয়টি গ্রামের মানুষের একমাত্র যাতায়াত পথ। ফলে, সাধারণ মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী যানবাহন কিংবা পণ্যবাহী গাড়ি—সব ধরনের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বড় আকারের ট্রাক কিংবা মালবাহী যানবাহন প্রায়ই গর্তে আটকে যায়, এতে যানজটও সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নিতে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।
স্থানীয় ব্যবসায়ী হাকিম জানান, “রাস্তার করুণ অবস্থার কারণে পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ হয়।”
এক সিএনজি চালক বলেন, “এই খারাপ রাস্তায় গাড়ি চালাতে গেলে গ্যাস বেশি খরচ হয় এবং গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়।”