1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 1:46 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল

  • প্রকাশিতঃ শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
  • 131 বার সংবাদটি পড়া হয়েছে

আগামী ১৩ এপ্রিল রবিবার বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটসের সহযোগিতায় বাংলাদেশ ডে প্যারেড হতে যাচ্ছে। জ্যাকসন হাইটসের ৩৭ এভেন্যুতে এই প্যারেডের সূচনা হবে ৬৯ স্ট্রিট পার্কিং লট থেকে। শেষ হবে ৮৬ স্ট্রিটে। প্যারেডে অংশ নেয়ার জন্য ইতোমধ্যেই ষাটটিরও বেশি সামাজিক—সাংস্কৃতিক—আঞ্চলিক সংগঠন নাম তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছেন হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটসের প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান।

বাংলাদেশ ডে প্যারেডে গ্রান্ড মার্শাল থাকবেন কম্যুনিটির পরিচিত মুখ এবং স্বনামধন্য ইন্সু্যরেন্স ও হোমকেয়ার ব্যবসায়ী শাহনেওয়াজ। মার্শাল থাকবেন মহিউদ্দিন দেওয়ান, আসেফ বারী টুটুল, নূরুল আজিম, শাহ জে. চৌধুরী, আনুভা শাহীন হোসেন, শাহজাদী পারভিন সারাহ।

ফাহাদ সোলায়মান জানান, এই প্যারেডে ফ্লোট লাইনআপে থাকবে ৭টি ফুল ট্রাক, ৭টি পিকআপ ট্রাক ও ৭টি এক্সোটিক কার।

প্যারেডের সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন বাংলাদেশের শিল্পী অপূর্ব, নওশীন, রিচি সোলায়মান, মিলন, নাদিয়া, জাহেদ খান, প্রতীক হাসান, নোভা, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারম্যান আতাউর রহমান সেলিম, চিফ এডভাইজার গিয়াস আহমেদ, কনভেনর মোহাম্মদ আলী, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান, অর্গানাইজিং সেক্রেটারি ফেমো রকি, চিফ ম্যানেজমেন্ট ডিরেক্টর জে মোল্লা সানি, চিফ কো—অর্ডিনেটর আহসান হাবিব, চিফ ইভেন্ট কো—অর্ডিনেটর ফখরুল ইসলাম দেলোয়ার। প্যারেডের কো—চেয়ারম্যান মো. কামরুজ্জামান, কাজী আজম, নূরুল আজিম, হারুন ভুঁইয়া, ফিরোজ আহমেদ, শাহ শহীদুল হক, তরিকুল ইসলাম বাদল, কো—কনভেনর শাকিল মিয়া, শাহ জে. চৌধুরী, তারেক হোসেন খান, নূর আমিন ও আখতার হোসেন।

বাংলাদেশ ডে প্যারেড শুরু হবে সকাল ৯টায়, চলবে বেলা ২টা পর্যন্ত।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews