1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 9:49 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিতঃ রবিবার, আগস্ট ৩, ২০২৫
  • 51 বার সংবাদটি পড়া হয়েছে

নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৩ আগস্ট) নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়। পর্ষদের আওতায় নৌবাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন থেকে কমডোর এবং বিমানবাহিনীতে স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর পদে কর্মকর্তাদের পদোন্নতি কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নৌ ও বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস এবং শান্তিকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও জাতীয় প্রয়োজনে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী নিরাপত্তা সংকটে দুই বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন ও সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ কারণে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে তারা সক্ষম হয়েছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাহিনীগুলো সংবিধানের প্রতি অঙ্গীকার রেখে যেকোনো জাতীয় সংকট ও দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে থাকবে।
তিনি নির্বাচনী পর্ষদকে দেশপ্রেমিক, মেধাবী, পেশাদার ও নৈতিকভাবে দৃঢ় কর্মকর্তাদেরকে নেতৃত্বে আনার আহ্বান জানান।

নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপণ করে নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews