1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 8:31 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

পরবাসে থেকেও কাজ-ভক্তদের ভোলেননি পারসা

  • প্রকাশিতঃ বুধবার, জুন ২৫, ২০২৫
  • 50 বার সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় মুখ পারসা ইভানা এখন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। ছোট পর্দার প্রিয় এই মুখ ক্যামেরা থেকে কিছুটা দূরে থাকলেও, নাচের মঞ্চে ঠিকই আলো ছড়াচ্ছেন। মনোরম প্রবাসজীবনে পারসার প্রাণখোলা নৃত্য আর অভিব্যক্তি মুগ্ধ করছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।

শুধু দর্শক নয়, অভিনয়ে অনুপস্থিতি পারসাকেও আলোড়িত করছে ভেতর থেকে। তাই তো এই দূরদেশে থেকেও নিজের গভীর উপলব্ধির কথা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল (২৪ জুন) নিজের ফেসবুকে পারসা লেখেন, “আপনারা যেমন আমায় মিস করেন, আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে। ভালো কিছু করতে গেলে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এই দূরদেশে এসেছি অভিনয়ের প্রশিক্ষণ নিতে, শুধু আপনাদের জন্য; যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি।”

নতুন রূপে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে পারসা লেখেন, “জীবন অনেক কিছু নিয়ে যায়, তবু হেরে গেলে চলবে না। ফিরে আসতেই হবে নতুন করে, নতুন রূপে! আমি আমার সকল দর্শককে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন সবাই।”

জানা গেছে, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক স্কট দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে অভিনেতাদের গাইড করছেন। অনলাইনে জুম প্ল্যাটফর্মে পারসা অডিশন দিয়ে যুক্তরাষ্ট্রে যান।

‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’— নাটকে অভিনয় করে যে পারসা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেই পারসা অভিনয়ের বাইরেও একজন দুর্দান্ত মডার্ন ড্যান্সার। বর্তমানে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে তার নাচের পরিবেশনা ছড়িয়ে দিচ্ছে আনন্দের রং।

বিনোদন/আবির

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews