1. admin@sylhetbela24.com : admin :
October 16, 2025, 11:12 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে : মির্জা ফখরুল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫
  • 40 বার সংবাদটি পড়া হয়েছে

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। ‘যুবসমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘যেহেতু বিএনপি হচ্ছে সামনের দিনের সম্ভাব্য সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে। সুতরাং তার বিরুদ্ধে অপপ্রচার করে তাকে যত খাটো করা যায়। এটাই তাদের প্রচেষ্টা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা একসঙ্গে ১৫ বছর লড়াই করেছি।
একসঙ্গে জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী খালেদা জিয়া ৬ বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের এমন একটা পরিবার নেই, যারা আক্রান্ত হয়নি।’

একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সংগ্রামের কথাগুলো মনে রেখেই আসুন, আমরা সবাই মিলে এই দুঃখ-কষ্টগুলো কাটিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার ছোট ভাইটার মুখে, বোনটার মুখে একটু হাসি ফুটিয়ে দিই। একটা সুন্দর সমাজ গড়ে তুলি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত সংগ্রাম, এত রক্তপাত—সব কিছুই বৃথা হয়ে যাবে।’

যুবকদের নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যুবকরাই সব কিছু বদলে দিতে পারে এবং দিয়েছে।
শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়েছে। আমাদের একটা চমৎকার ভিত্তি তৈরি করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা জিয়াউর রহমান মাত্র তিন বছরেই গড়ে তুলেছিলেন।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews